দেশজুড়ে

লকডাউন সরকারিভাবে কিছু কিছু শিথিল করা হয়েছে: শাজাহান খান এমপি

  প্রতিনিধি ১ মে ২০২০ , ৬:২৪:৩১ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর প্রতিনিধি : বৈশ্বি করোনা ভাইরাস প্রতিরোধে জারি করা লকডাউন সরকারিভাবে কিছু কিছু শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি তিনি বলেন, ‘গার্মেন্টস ধান কাঁটার জন্য যারা যাচ্ছে তাদের বাসের ব্যবস্থা করা হয়েছে, শহরে ইফতারের ব্যাপারে কিছু কিছু দোকান খোলা রাখা হচ্ছে এতে যেন করোনা আরও ভয়াবহ রূপ ধারণ না করে এর জন্য সরকার যেটুকু শিথিল করেছে সেইটুকুই যেন মানি

শুক্রবার দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপদ দূরুত্ব বজায় রেখে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন

শাজাহান খান আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা স্বাস্থ্যবিধি অনুসরণ করি এতে আমরা করোনাভাইরাস থেকে দূরে থাকতে পারবো আমাদের পরিবার স্বাস্থ্য ভালো থাকবে

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান দর্জির যৌথ উদ্যোগে ঘটমাঝি ইউনিয়নে ৮০০ পরিবারকে চালসহ রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা .লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, স্থানীয় ইউনিয়নের ইউপি সদস্য মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের নেতৃবৃন্দসহ অনেকেই

আরও খবর

Sponsered content

Powered by