চট্টগ্রাম

লটু হওয়া অস্ত্রসহ চট্টগ্রামে দুইজন গ্রেপ্তার

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ৭:০০:০৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে লুট হওয়া অস্ত্র-বুলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুইজন হলো মো. মাঈনুর ইসলাম মামুন (২০), মো. জামাল (২৬)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় রানী রাসমনি ঘাট গোলচত্ত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান জানান, শুক্রবার রাত আড়াইটায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় থানা থেকে লুট করা একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড বুলেট, একটি টিপছোরা, একটি ফ্যাং ছোরা, একটি লোহার রড উদ্ধার করা হয়। তবে এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া আসামিরা তাদের অজ্ঞাতনামা সহযোগীসহ পাহাড়তলী থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদের ছোরার ভয়ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, টাকা-পয়সা লুট করে আসছিল।

আরও খবর

Sponsered content