প্রতিনিধি ৩১ মে ২০২১ , ৬:৪৪:০১ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের সচিব শামীম হোসেনের সঞ্চালনায় এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি লালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ হযরত আলী, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজিজুল হক, ভিসা এনজিও এর নির্বাহী পরিচালক আইয়ুব আলী প্রমুখ।