প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৭:০২:৪৬ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া তামজিদ হোসেন (২৭) উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দরবেশহাট মাওলানা পাড়ার মোস্তাক আহম্মদের ছেলে।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে সদর ইউনিয়নের জোনাবীরপাড়ার কাজীর পুকুরপাড় নুরুল কবির কোম্পানির মালিকানাধীন শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, চক্রটি জেলার বিভিন্ন এলাকা থেকে চোরাই সিএনজি অটোরিকশা ওয়ার্কসপে এনে ইঞ্জিন নম্বর ও চেসিচ নম্বর মুছে ফেলে। এরপর সিএনজি অটোরিকশার বিভিন্ন পার্টস এবং রং পরিবর্তন করে বিক্রি করে আসছিল। অভিযান পরিচালনা করে ৩টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করাসহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।