প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ৫:৫৯:২৮ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজানে আগুনে পুড়ে গেছে ৩টি দোকান। সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের কানুরাম বাজারে এই ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন টেইলার্স মালিক রতন নাথ, উজ্জ্বল কান্তি নাথ ও কাপড়ের দোকানদার মহিউদ্দিন।
স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেইলার্স থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আধাপাকা দোকান ঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ততক্ষণে দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শাব্বির জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।