চট্টগ্রাম

লোহাগাড়ায় ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০৪:৫৯ প্রিন্ট সংস্করণ

লোহাগাড়ায় ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরের গর্জনিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ রিপন (৩২) নামের ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লোহাগাড়া থানার এসআই মো. শরীফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আধুনগর গর্জনিয়া পাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি রিপনের নেতৃত্বে অজ্ঞাত আরও দুজনসহ স্থানীয় মাদরাসার এক নবম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ করে গর্জনিয়া পাড়াস্থ রিপনের বাড়িতে নিয়ে যায়। সেখানে ভিকটিমকে ধর্ষণ শেষে মারধর করে উপজেলার সাউন্ড হেল্থ হাসপাতালের সামনে ফেলে রেখে যায়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার স্বীকারোক্তি মতে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে বুধবার তাকে চট্টগ্রাম আদালতে সোর্পদ করা হয়েছে।

আরও খবর

Sponsered content