রাজশাহী

শাজাহানপুরে ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২০ , ৭:০৫:৩৩ প্রিন্ট সংস্করণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শাজাহানপুর উপজেলা প্রশাসন আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কর্মসূচির অংশ হিসেবে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মাঝিড়াস্থ বগুড়া-ঢাকা মহাসড়কে গিয়ে শেষ হয়। এ সময় মহাসড়কে চলাচল করা যাত্রীবাহী যানবাহন থামিয়ে মাস্কবিহীন যাত্রীদের মাস্ক পড়িয়ে দেয়া হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মাস্ক ব্যবহার না করায় এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ২শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোতারাব হোসেন, উপজেলা কৃষি অফিসার নুরে আলম, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, সমাজসেবা অফিসার আব্দুল আলিম, পরিবার পরিকল্পনা অফিসার শামীমা আকতার, আইসিটি অফিসার মোস্তাফিজার রহমান প্রমুখ।

আরও খবর

Sponsered content