ঢাকা

শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর 

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:০৬:০৭ প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে গিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে চিকিৎসাধীন ম্যানেজমেন্ট বিভাগের নারী শিক্ষার্থী ও মার্কেটিং বিভাগের আল-আমিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুকের সঙ্গে আলোচনা করেন উপাচার্য। পরে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাসের কক্ষে গিয়েও শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার বিষয়ে কথা বলেন। এছাড়াও কর্তব্যরত চিকিৎসক ও নার্সকে প্রয়োজনীয় চিকিৎসার পদক্ষেপ নেওয়ার বিষয়ে বলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব ও শিক্ষার্থী উপদেষ্টা বদরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, দুইজন শিক্ষার্থীর ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে রোববার ভোররাতে (১৬ ফেব্রুয়ারি) কতিপয় শিক্ষার্থী কলহে লিপ্ত হয়। যার জেরে রোববার দুপুরের দিকে এ ঘটনার রেশে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও খবর

Sponsered content