চট্টগ্রাম

শিক্ষার মান ফিরিয়ে আনতে মিরসরাইয়ে শিক্ষক সমাবেশ 

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৪ , ৪:২১:৫৬ প্রিন্ট সংস্করণ

শিক্ষার মান ফিরিয়ে আনতে মিরসরাইয়ে শিক্ষক সমাবেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ৯ নভেম্বর) সকাল ১০ টায় মিরসরাই ডিগ্রী কলেজ হল রুমে সমাবেশটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মিরসরাই উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুর নবী।  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৬ বছরের স্বৈরশাসন এদেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। অশিক্ষিত বর্বর কিছু জন্তু জানোয়ার কে ২ কোটি টাকার বিনিময়ে ভিসি নিয়োগ দেয়া হয়েছে। ৫০ লাখ টাকার বিনিময়ে অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। পড়া লিখা থাক আর না থাক আওয়ামীলীগের স্লোগান দিতে পারলেই মহান পেশা শিক্ষা কথায়  নিয়োগ দেয়া হয়েছে। রাজনীতি করনের মধ্যদিয়ে শিক্ষা ব্যবস্থাকে এমন ধ্বংস করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার পরিবর্তে আলু ভর্তা আর ডিম ভাজি শিক্ষা চালু করা হয়েছে। ৫ বছরের শিশু শিক্ষার্থী শিক্ষকের লালসার শিকার হয়েছে। যৌন শিক্ষার নামে শ্রেনী কক্ষ গুলোকে যৌন উত্তেজক কক্ষ বানানো হয়েছে। আমরা এমন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই।

মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের প্রভাষক ফেরদৌস হোসেন আরিফের সঞ্চালনায় সমাবেশের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক শফিকুল আলম সিকদার। পরবর্তীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মিজানুর রহমান, চট্টগ্রাম কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি খায়রুদ্দিন সোহেল, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম সম্পাদক জাকারিয়া সিরাজ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মিরসরাই উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল কবির।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বারৈয়ারহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রভাবষক নিজাম উদ্দিন, মিরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আফছার।

আরও খবর

Sponsered content