রংপুর

শীতে বিপর্যস্ত হিলির জনজীবন

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২০ , ১১:৫৭:২৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হিলির জনজীবন। কয়েক দিনেই টানা ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে হিলির জনজীবন। এই অঞ্চলে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। আর এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষরা।

দেখা মিলছে না সূর্যের, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে হিলির জনপদ। দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন।

এদিকে শীতের তীব্রতা বাড়ার কারণে ভোগান্তি বেড়েছে বয়স্ক ও শিশুদের। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূল, হতদরিদ্র ও খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষের। খড়কুটো জ্বালিয়ে কোনো রকমে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

আরও খবর

Sponsered content

Powered by