প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৫ , ৮:২২:২৬ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে চট্টগ্রাম নগরীর জামালখানে বিক্ষোভ সমাবেশ শেষে অনশন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্লাবের সামনে সড়কে অনশনে বসেন বৈষম্যবিরোধীরা। এতে একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ সমাবেশ শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমরণ অনশনে বসার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।
বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ’ হাসিনা হত্যাকারী। একজন খুনীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড। সে পালিয়ে গেলেও তাকে অবিলম্বে দেশে এসে ফাঁসি কার্যকর করতে হবে। নইলে জুলাই আন্দোলনের স্পিরিটের সাথে বেঈমানী করা হবে।
সরেজমিনে দেখা গেছে, সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান। বিক্ষোভ সমাবেশ শেষে তারা প্রেসক্লাবের সামনের সড়কেই বসে পড়েন।