ময়মনসিংহ

শেখ হাসিনার বিচারের দাবিতে বকশীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৪ , ৩:১০:০৯ প্রিন্ট সংস্করণ

শেখ হাসিনার বিচারের দাবিতে বকশীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার বিচারের দাবিতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন।

বুধবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে পুরাতন বাসস্ট্যান্ড জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয় থেকে বকশীগঞ্জ জাতীয়তাবাদী যুবদল ও পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বকশীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগর, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু,পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন প্রমূখ।

এসময় বক্তারা স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত‍্যা করা হয়েছে। অবিলম্বে এই হত‍্যাকারীকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত‍্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় যুবদলের নেতা কর্মীরা আরও কঠোর হতে বাধ‍্য হবে।  

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা,পৌরসভা, ইউনিয়নের যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content