চট্টগ্রাম

শ্রমিকদের সড়ক অবরোধে নগরজুড়ে দুর্ভোগ

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২৭:১৭ প্রিন্ট সংস্করণ

শ্রমিকদের সড়ক অবরোধে নগরজুড়ে দুর্ভোগ

ফৌজদারহাট ডিসি পার্কে বিরোধের জের ধরে বুধবারও নগরীর কাস্টম মোড়ে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এতে করে পুরো নগরজুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। মঙ্গলবার রাতে ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় শ্রমিকরা সেখানে তান্ডব চালানোর পর নগরীতেও এর প্রভাব পড়েছে। স্থানীয় জনগণ ও ট্রাক চালকদের হামলার পর প্রাইম মুভার শ্রমিকরা সড়ক অবরোধ করে, বিকেল পর্যন্ত বিস্তৃত ছিল। এর ফলে চট্টগ্রাম বন্দরের পণ্য লোড-আনলোড এবং ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বুধবার সরেজমিনে দেখা যায়, কাস্টমস ও সল্টগোলা মোড়ে উভয়পাশের সড়ক অবরোধ চলছে। ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে বন্দরের পাশাপাশি পতেঙ্গা, অলংকার ও বিমানবন্দর এবং শেখ মুজিব রোডেও তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন এবং অনেককে দীর্ঘপথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার কবির আহম্মদ বলেন, “শ্রমিকরা তাদের সহকর্মীদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবে না বলে জানিয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের দিকে যান চলাচল বন্ধ রয়েছে, যা রপ্তানি-আমদানির কার্যক্রম ব্যাহত করছে। আমরা তাদের অবরোধ প্রত্যাহারের জন্য বোঝানোর চেষ্টা করছি।”

এদিকে, বিক্ষোভকারী শ্রমিকরা অভিযোগ করেছেন সংঘর্ষের পর প্রায় ২০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। শ্রমিকরা এর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরও খবর

Sponsered content