প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৪ , ৫:৫৪:৫৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, শেখ হাসিনা চলে গেলেও বিপদ এখনো শেষ হয়ে যায়নি। আবারও গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। নতুন করে বিপদ আসার আশঙ্কা আছে। আমরা সবাই মিলে একটি অন্তবর্তী সরকার তৈরি করেছি। আমরা আশা করবো, তারা অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দেবেন। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের পথে যেতে হবে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে নগরীর মাঝিরঘাট রোডের দক্ষিণ মাদারবাড়ী স্কুল মাঠে সদরঘাট থানা যুবদলের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদরঘাট থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুর খানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন। উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলনেত্রী আনজুমান আরা মান্না, ওর্য়াড বিএনপি নেতা ইলিয়াছ রাশেদ, সালাউদ্দিন জুয়েল, মুরাদ হোসেন, মহানগর যুবদল নেতা রাজীবুল হাসান রানা, নুর জাহেদ বাবলু, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াসির আরাফাত, সদস্য সচিব আনোয়ারুল আবেদীন মুন্না, ছাত্রদলের আহবায়ক ইউনুস মিয়া জুয়েল, যুবদল নেতা ইকবাল ফরিদ, আব্দুল মান্নান, মো. রাজীব, সাইদুর রহমান, নাইম উদ্দিন, জিয়াউদ্দিন, সুমন খাঁন, জিলানী, মুরাদ, মো. জনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুহিদুল ইসলাম তুহিন, সদস্য রাব্বি, সদরঘাট থানা ছাত্রদলের সদস্য ইকান মোহাম্মদ, কৃষক দলের সদস্য সচিব সিজ্জাদ হোসেন সাব্বির, শ্রমিক দল নেতা সিরাজুল ইসলাম, মো. রুবেল, মো. বাদল প্রমুখ।