দেশজুড়ে

সন্দ্বীপে স্পিডবোট ডুবে শিশু নিহত, নিখোঁজ একাধিক

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২২ , ৬:২৮:০৭ প্রিন্ট সংস্করণ

আবু তাহের, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবে গিয়ে এক শিশুর মৃত্যু ঘটেছে এবং মারা যাওয়া শিশুর ছোট বোন নিখোঁজ রয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তানিয়া নামের ১২ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং তানিয়ার ছোট বোনও নিখোঁজ রয়েছে।

স্পিডবোট ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বোটটি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে গিয়ে ঝড়ের কারণে দূর্ঘটনায় পতিত হয়েছে। এতে একজন শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের কুমিরা নৌপুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক একরাম উল্লাহ বলেন, গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। একটি শিশুর মৃত্যু হয়েছে। বাকীটা উদ্ধার শেষে বলা যাবে।

সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, এক শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশু এখনও নিখোঁজ রয়েছে বলে শুনছি। বেশিরভাগ যাত্রী উদ্ধার হয়েছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যাটা জানাতে আরেকটু সময় লাগবে।’ হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান ৫-৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল একই ঘাটে লাল বোট ডুবে প্রাণ হারায় ১৮ জন।

 

আরও খবর

Sponsered content

Powered by