বাংলাদেশ

সমাবেশ নয়াপল্টনেই করবে বিএনপি: রিজভী

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২২ , ৫:৩৫:০১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই গণসমাবেশ হবে। আমরা তো সব সময় এখানেই শান্তিপূর্ণ সমাবেশ করে আসছি। এখানে গণসমাবেশ করতে কোনো সমস্যা দেখি না। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ হলে নেতাকর্মীরাও স্বাচ্ছন্দ বোধ করে।’

আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘ঢাকার সমাবেশ নিয়ে এখনো বিএনপিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গণমাধ্যমে জানতে পেরেছি সরকার অন্য জায়গায় অনুমতি দিতে চায়। দলের সিদ্ধান্ত হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ হবে। নয়াপল্টনে অতীতেও আমরা অনেকগুলো বড় সমাবেশ করেছি। সুশৃঙ্খলভাবে সেসব সমাবেশ হয়েছে।’

রিজভী আরও বলেন,‘আমাদের সমাবেশ নিয়ে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হবে বলেই আমাদের প্রত্যাশা। সরকার বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে তাণ্ডব চালাচ্ছে। কখনো অনুমতি দেয়, কখনো দেয় না। অনেক সময় অনুমতি দিলেও শারীরিক আক্রমণ করছে। ২২ আগস্ট থেকে এ পর্যন্ত আমাদের ৮ নেতা মারা গেছেন। সর্বশেষ আমাদের সাবেক এমপি শাজাহান খান মারা গেছেন। শেখ হাসিনার আক্রমণ থেকে জনপ্রতিনিধি থেকে শুরু করে কেউ বাদ যায়নি।’

প্রচার উপকমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপু বলেন, ‘আমরা ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে করতে চাই। এ জন্য আমাদের সার্বিক প্রস্তুতি চলছে। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা নয়াপল্টনে বিএনপিকে গণসমাবেশর অনুমতি দিবে। কোনো টালবাহানা করলে জনগণ তা প্রতিহত করবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাই।’

ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে বিএনপির প্রচার উপকমিটির উদ্যোগে এই মতবিনিময় সভা হয়। সভায় আরও বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের জন্য গঠিত কমিটির সমন্বয়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, প্রচার উপকমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপু, সদস্য সচিব প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, প্রচার উপকমিটির নেতা আ ক ম মোজাম্মেল হক, ওমর ফারুক সাফিন, আকরামুল হাসান, ফেরদৌস আহমেদ খোকন, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মজিবুর রহমানসহ আরও অনেকে।

আরও খবর

Sponsered content

Powered by