বাংলাদেশ

সরকারি প্রতিষ্ঠানে যানবাহন ক্রয় বন্ধে নির্দেশ

  প্রতিনিধি ৩ জুলাই ২০২২ , ৬:০৩:২১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য জাহাজ বা উড়োজাহাজসহ সব ধরনের যানবাহন ক্রয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। রবিবার (৩ জুলাই) অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামানের স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্তের মধ্যে রয়েছে- নতুন/প্রতিস্থাপক হিসেবে সব ধরনের যানবাহন ক্রয় (মোটরযান, জলযান, আকাশযান) বন্ধ থাকবে। শুধু জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্যায়ন ব্যয়, ভ্রমণ ব্যয়, অন্যান্য মনিহারি, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জামাদি ও আসবাবপত্র খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে।

দেশের অভ্যন্তরে প্রশিক্ষণের ক্ষেত্রে প্রশিক্ষণ খাতে (প্রশিক্ষণ প্রতিষ্ঠান ব্যতীত) বরাদ্দকৃত অর্থের ৫০ শতাংশ ব্যয় করা যাবে বলেও পরিপত্রে বলা হয়।

এছাড়া সরকার গৃহীত প্রকল্পগুলোর মধ্যে যেগুলো কম অগ্রাধিকারের তালিকায় রয়েছে সেগুলোর জন্য ব্যয় আপাতত বন্ধ রাখবে সরকার।

আরও খবর

Sponsered content

Powered by