ময়মনসিংহ

সরিষাবাড়ীতে চাঁদা না দেয়ায় বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট 

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৫ , ৮:১৮:৫১ প্রিন্ট সংস্করণ

সরিষাবাড়ীতে চাঁদা না দেয়ায় বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট 

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কুড়ালিয়াপটল উত্তর পাড়া গ্রামের মৃত ইদ্রিস  আলীর ছেলে রিপন মিয়ার নিকট চাঁদা দাবি করলে না দেয়ায় বাড়ীঘরে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে জানা যায়।

শনিবার দুপুরে পঞ্চাশি গ্রামের সুরুজ মেম্বারের ছেলে রঞ্জু মিয়া, আব্দুল কদ্দুস মাষ্টারের ছেলে আলামিন এর নেতৃত্বে কাওসার ইসলাম, সোহাগ ও কালিকাপুর গ্রামের দুলালসহ  ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট করা হয় বলে ভুক্তভোগী রিপন মিয়া জানান। তিনি আরও বলেন, আলমারীর তালা ভেঙ্গে ৩ লাখ ৫০ হাজার টাকাসহ ৩ ভরি স্বর্ণালংকার ও গহনা লুটপাট করে নিয়ে যায়। 

শান্ত সরকার বলেন, সুরুজ মেম্বার ও আলামিন অন‍্যায়ভাবে আমাকে মারধরসহ মোটর সাইকেলটি ভেঙে ফেলেছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে সুরুজ মেম্বার ঘটনাটি মিথ‍্যা ও বানোয়াট দাবি করে বলেন, তারা অন‍্যায়ভাবে আমাদের ওপর হামলা করে ৪ জনকে আহত করেছে। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি, অভিযোগ পেলে তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

আরও খবর

Sponsered content