ময়মনসিংহ

সরিষাবাড়ীতে প্লাস্টিকের পাইপ ও খননযন্ত্র ধ্বংস 

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১৪:৩৫ প্রিন্ট সংস্করণ

সরিষাবাড়ীতে প্লাস্টিকের পাইপ ও খননযন্ত্র ধ্বংস 

ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বুধবার সন্ধ্যায় দাসেরবাড়ী এলাকায়  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত প্রায় ১০০০ মিটার প্লাস্টিকের পাইপ ও খননযন্ত্র ধ্বংস করেন ‌।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল‌। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের দাসেরবাড়ী এলাকায় ঝিনাই নদী থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ‌। আদালত পরিচালনা করিয়া প্রায় এক হাজার মিটার প্লাস্টিকের পাইপ ও একটি খননযন্ত্র ধ্বংস করা হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, নদী থেকে খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে প্লাস্টিকের পাইপ ও খননযন্ত্র ধ্বংস করা হয়েছে।

আরও খবর

Sponsered content