ময়মনসিংহ

সরিষাবাড়ীর পোগলদীঘা ইউপি পরিষদের দায়িত্ব নিলেন লাল মিয়া

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ৩:৫৭:১২ প্রিন্ট সংস্করণ

সরিষাবাড়ীর পোগলদীঘা ইউপি পরিষদের দায়িত্ব নিলেন লাল মিয়া

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মানিক নাশকতা মামলায় জেলহাজতে থাকায় প্যানেল চেয়ারম্যান-১ মো. লাল মিয়াকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিয়েছেন জেলা প্রশাসক। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ২৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসক হাছিনা বেগম এ সংক্রান্ত একটি পত্র জারি করেন। 

গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আশরাফুল ইসলাম মানিক গা-ঢাকা দেন। এরমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে থানায় মামলা হলে তিনি গ্রেফতার হন। এরপর ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কাজকর্ম স্থবির হয়ে পড়ে। পরে ইউপি সদস্যদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদানের সুপারিশ করেন। এদিকে দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকায় ৩নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ লাল মিয়া পরিষদের আনুষঙ্গিক কাজকর্ম পালন করে আসছিলেন। তাকে পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় জনভোগান্তি লাঘব হবে বলে ইউনিয়নবাসীর প্রত্যাশা। 

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পোগলদীঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চান মিয়া চানু, জামালপুর এপোলো হাসপাতালের পরিচালক শরিফুজ্জামান জামালী রুবেলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, সাংবাদিক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content