রংপুর

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে চিলমারীতে সমাবেশ

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২১ , ৭:১৬:১৩ প্রিন্ট সংস্করণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

নোয়াখালির কোম্পানিগঞ্জের বসুরহাটে রাজনৈতিক প্রতিহিংসায় গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন কুড়িগ্রামের চিলমারীতে সকল সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী শাখার আয়োজনে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী শাখার সভাপতি ও ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি সহ. অধ্যাপক মো. ফজলুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস,এম নুরুল আমিন সরকার, প্রেসক্লাব চিলমারী সভাপতি ও যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুব, ভোরের কাগজ প্রতিনিধি মামনুর রশীদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন, দৈনিক যুগের আলো প্রতিনিধি হুমায়ুন কবীর, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল প্রমুখ।

 

আরও খবর

Sponsered content