আইন-আদালত

সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৩ , ৪:৩৩:৩৯ প্রিন্ট সংস্করণ

Cyber Security act

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। নতুন এই আইনের কিছু ধারায় বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এই আইনের নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বিকেল সাড়ে ৪টায় এ বিষয়ে ব্রিফিং শুরু হবে।

এর আগে গত ৭ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করার সিদ্ধান্ত হয় বৈঠকে।

নতুন আইনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানিয়েছিল, ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা বাতিল হচ্ছে। অর্থাৎ, নতুন আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক কিছুই থাকবে।