চট্টগ্রাম

সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৪ , ৭:২৬:১৮ প্রিন্ট সংস্করণ

সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের ইংলিশ লিটারেরি ক্লাবের উদ্যোগে লাইভ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এ.এফ এম মোদাচ্ছের আলী, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. শওকতুল মেহের, শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহঃশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধাকে শাণিত করে। ইংলিশ লিটারেরি ক্লাবের বিভিন্ন কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। আশাকরি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষতায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

পরে শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরও খবর

Sponsered content