চট্টগ্রাম

সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে সেমিনার অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৩৩:০০ প্রিন্ট সংস্করণ

সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে সেমিনার অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের উদ্যোগে ধর্মনিরপেক্ষতার অসংশোধনযোগ্যতা বিষয়ক সেমিনার সম্প্রতি বিভাগীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল আলোচক ছিলেন প্রভাষক মো. জাহেদুল ইসলাম। আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দীন খালেদ, বিভাগীয় প্রধান মুর্তজা ইসলাম জোহানজেব তারেক, সহকারী অধ্যাপক সুরাইয়া মমতাজ, সহকারী অধ্যাপক মো. ইয়াসিন এবং প্রভাষক তারিন হাসান সেমিনারে উপস্থিত ছিলেন।

মোঃ জাহেদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “ধর্মনিরপেক্ষতার অসংশোধনযোগ্যতার যে বিধান বাংলাদেশের সংবিধানে সংযোজিত হয়েছে, তা আদালত কর্তৃক আইনী ব্যাখ্যা ও সাংবিধানিক রীতিনীতির মাধ্যমে অনেক ক্ষেত্রে তা অনানুষ্ঠানিকভাবে সংশোধনের সুযোগ তৈরি হয়। এক্ষেত্রে আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” সমাপনী বক্তব্যে আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদ বলেন, “কল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করতে ধর্মনিরপেক্ষতার নীতি সঠিকভাবে মেনে চলা সকলের দায়িত্ব।

সেমিনারে বিভাগের শিক্ষকবৃন্দসহ আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by