রংপুর

সাঘাটায় রাস্তার সংস্কার কাজ বন্ধ : দুর্ভোগ

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ৮:১০:৩৫ প্রিন্ট সংস্করণ

মাজেদ মাজু, সাঘাটা (গাইবান্ধা) : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-কচুয়াহাট রাস্তাটি প্রায় ১ যুগ ধরে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলেও তা মাঝপথে কাজটি বন্ধ থাকায় ছোট-খাটো দূর্ঘটনাসহ শতশত যানবাহন ও জনগণের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উক্ত রাস্তায় ঠিকাদার দুটি কালভার্ট নির্মাণ কাজের রডগুলো সেট করে তা মাঝপথে বন্ধ রাখায় বেরিকেড না দেয়ায় রাতের আঁধারে সাইকেল যোগে চলাচল করতে গিয়ে দুইব্যাক্তি আহত হয়।

উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে চরাঞ্চলসহ সাঘাটা, মুক্তিনগর ও বোনারপাড়া ইউনিয়নের যানবাহনসহ হাজারহাজার লোকজন উপজেলা প্রাণকেন্দ্র বোনারপাড়া প্রশাসনিক কাজকর্ম নিয়ে যাতায়াত করে থাকে। উপজেলার বিভিন্ন এলাকার সিংহভাগ রাস্তা সংস্কার কাজ সমাপ্ত করা হলেও গুরুত্বপূর্ণ এ রাস্তাটির সংস্কারের কাজ রহস্যজনক কারণে বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। ভ্যানচালক আমজাদ হোসেন জানান, এ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় আমাদের দুই কিলোমিটার রাস্তা ঘুরে কচুয়াহাট-বোনারপাড়া যাতায়াত করতে হয়।

মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব লায়ন জানান, সাঘাটা উপজেলা প্রত্যেকটি রাস্তার উন্নয়ন হলেও এ রাস্তাটির দীর্ঘদিন যাবৎ অচল অবস্থায় চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ঠিকাদার কাজ শুরু করলেও রহস্যজনক কারণে কাজটি বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কাজের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কাজের তদারকি কর্মকর্তা মাহবুবর রহমান জানান, রাস্তার কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঠিকাদারকে বারবার তাগিদ দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদার কাজে গাফিলতি করলে পুনরায় আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ দরপত্র আহবান করবে।

আরও খবর

Sponsered content

Powered by