বাংলাদেশ

সাধারণ ছুটি বাড়ছে আরও ১০ দিন!

  প্রতিনিধি ২৭ মে ২০২০ , ৪:১৭:৩৫ প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাসের বিস্তার রোধে আবারো বাড়ানো হচ্ছে সাধারণ ছুটির মেয়াদ। বুধবার (২৭ মে) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ছুটি বৃদ্ধির প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে ঠিক কতদিন ছুটি বাড়ানো হবে সেটি নিশ্চিত করে না জানা যায়নি। তবে ৪ থেকে ১০ দিন ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে।

ঈদের পর ছুটি না বাড়ানোর বিষয়ে সরকারের চিন্তা বেশি ছিল। কিন্তু গত কয়েক দিনের করোনা ভাইরাসের কারণে যেভাবে সংক্রমণের হার বেড়েছে এবং মৃত্যু হয়েছে তাতে সার্বিক অবস্থা পর্যালোচনা করে সরকার ছুটি বাড়ানোর কথাই চিন্তা করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। সবশেষ অষ্টম দফায় ছুটি বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়। এ নিয়ে নবম দফায় ছুটি বাড়ানো হবে।

আরও খবর

Sponsered content

Powered by