চট্টগ্রাম

সাবেক কাউন্সিলরের বাড়িতে ৬ লাশ

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৪ , ৫:৩৩:০৮ প্রিন্ট সংস্করণ

সাবেক কাউন্সিলরের বাড়িতে ৬ লাশ

কুমিল্লা নগরীর অশোকতলায় সাবেক কাউন্সিলর শাহ আলমের বাড়ি থেকে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে তারা নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৫ আগস্ট) রাত ও মঙ্গলবার সকালে বাড়িটি থেকে তাদের লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- অশোকতলা এলাকার আশিক (১৪), শাকিল (১৪), শাওন (১২), মাহফুজুর রহমান (২২), রনি (১৬) ও মহিন (১৭)। সকাল ও দুপুরে একে একে তাদের জানাজা শেষে দাফন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বিক্ষুব্ধ জনতা অশোকতলায় কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলমের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে কয়েকজন বাড়িটির তিনতলায় উঠে পড়েন। এ সময় অন্যরা বাড়িটির নিচতলায় আগুন লাগিয়ে দেন। পরে তিনতলায় অবস্থানকারীরা ধোঁয়ায় শ্বাস বন্ধ এবং আগুনে পুড়ে নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এর মধ্যে গুরুতর আহত একজন আইসিইউতে চিকিৎসাধীন।

আরও খবর

Sponsered content