দেশজুড়ে

সিংড়ায় মা সমাবেশে ১১ জন পেলেন ‘সেরা মা’ সম্মাননা

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:২৯:১২ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় মা সমাবেশে ১১ জন পেলেন ‘সেরা মা’ সম্মাননা

নাটোরের সিংড়ায় লালোর উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লালোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা/অভিভাবকদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাহাবুব আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান।

এছাড়াও বক্তব্য দেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক এড. বাকী বিল্লাহ রশীদি। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন আমেনা বেগম, রেজিনা আক্তার বানু, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সাজেদুর রহমান, বাঁধন প্রাং, তাসকিয়া আশরাফি, মাহী আহমেদ রিফাত, সাহেদ আলী, সাবেকুন্নারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।

হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের পক্ষ হতে পূর্ব ঘোষণা মোতাবেক মায়েদের অনুপ্রাণিত করতে বিদ্যালয়ের ১১টি শাখার সকল শাখার শিক্ষক কর্তৃক ১০০ নম্বরে পরিক্ষা শেষে মূল্যায়ন করে ‘সেরা মা ২০২৫’ ঘোষণা করা হয় এবং সেরা ১১ মা এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content