চট্টগ্রাম

সিএমউজে নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৪ , ৭:১৬:৩২ প্রিন্ট সংস্করণ

সিএমউজে নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হাসিব আজিজের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা সিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র উদ্ধার, ছাত্র আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র হাতে রাজপথে মহড়া দেওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে পুলিশ সাংবাদিক পরষ্পরের সহযোগী হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়। নগরীর আইন শৃঙ্খলা স্থিতিশীল ও শাপ্তিপূর্ণ রাখতে পুলিশ কমিশনার সাংবাদিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রতিউত্তরে সাংবাদিকরা সর্বোচ্চ সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সময় চট্টগ্রাম মেট্রেপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) সভাপতি মোঃ শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, বিএফইউজে সহ সভাপতি জাহিদুল করিম কচি, সিএমইউজের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, গোলাম মাওলা মুরাদ, মজুমদার নাজিম উদ্দিন, আবু সুফিয়ান, সোহাগ কুমার বিশ্বাস এবং সিএমপি’র (পিআর) আরেক আজিজ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content