প্রতিনিধি ৯ মার্চ ২০২৫ , ৬:৫৮:১৭ প্রিন্ট সংস্করণ
আসন্ন ঈদের আগে পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন শপিংমল ও বাণিজ্যিক কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। রোববার (৯ মার্চ) দুপুরে নগরীর নিউমার্কেটের বিপণিবিতান, তামাকুমন্ডী লেইন, জহুর হকার্স ও টেরিবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে সিএমপি কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, ‘১০ রোজার পর থেকে মার্কেটগুলো আরও সরগরম হবে বলে আমি আশাবাদী। সাধারণ মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করতে পারে সে লক্ষ্যে আমরা রমজানের আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। আমি আজ ব্যবসায়ী প্রতিনিধি, দোকান মালিক সবার সঙ্গে কথা বলেছি। ঘুরে ঘুরে ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা গতকাল (শনিবার) পর্যন্ত দেখেছি ৫০–৬০ ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। আরও হবে। ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমানোই এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জটি মোকাবেলা করার জন্য প্রস্তুত। ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। যারা গ্রেফতার হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে তারা ছয়মাস বা একবছর আগে জামিন পেয়ে বের হতে না পারে।’
ঈদ সন্নিকটে আসলেই মার্কেটগুলোতে ভীড় বেশি হয়। এতে মার্কেটের আশেপাশে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশের কোনো প্ল্যান আছে কি না জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, ‘এ বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। আমরা জানি, ১৫ রোজার পরে প্রত্যেক শপিং কমপ্লেক্সে জনসমাগম অনেক বৃদ্ধি পাবে। আমরা চাইও সেটা। মানুষ নিরাপদ বোধ করলে আনন্দ উদযাপন করে। যখন মার্কেটে ভীড় বাড়বে তখন আমরা বুঝবো মানুষ নিরাপদ বোধ করছে।’
এ সময় সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার শাকিলা সোলতানা ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম উপস্থিত ছিলেন।