প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ৫:৪৩:৫৪ প্রিন্ট সংস্করণ
রাজধানীর কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
বুধবার (২২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় কার্যালয়ে এ ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনকক্ষে পরিচিতি সভায় অংশ নেন সেনাপ্রধান।
এসময় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞাসহ ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।