দেশজুড়ে

সিলেট সিটির সাবেক মেয়র কামরানের মৃত্যুতে এম নাসের রহমানের শোক

  প্রতিনিধি ১৬ জুন ২০২০ , ৭:৪৪:৪৯ প্রিন্ট সংস্করণ

শ্রীমঙ্গল প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
 
মঙ্গলবার এক শোক বার্তায় বদর উদ্দিন আহমদ কামরানের সাথে তার সান্নিধ্যের স্মৃতিচারণ করে এম নাসের রহমান বলেন, ‘২০০৭ সালে কুমিল্লা কারাগারে ৭ মাস এক সাথে কারাবন্দি ছিলাম। সেসময় তার সাথে ঘনিষ্ঠ সান্নিধ্য হয়। তিনি একজন সাদা মনের অমায়িক মানুষ ছিলেন। তার সাথে কথা বলে আনন্দবোধ করতাম। তার এই মৃত্যুতে সিলেটবাসী একজন সৎ ও নির্ভিক রাজনৈতিক ব্যক্তিকে হারালো’।
 
নাসের রহমান বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের অভাব তাকে ছাড়া অপূর্ণই থেকে যাবে। সিলেটবাসীর কাছে যা কিছুতেই পূরণ হবার নয়, তিনি বেঁচে থাকবে সিলেটবাসীর অন্তরে। এম নাসের রহমান বদর উদ্দিন আহমদ কামরানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

আরও খবর

Sponsered content