দেশজুড়ে

সীতাকুণ্ডে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার আসামী মোঃ জসিম আটক

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২১ , ৬:৩১:৪৮ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের  সীতাকুণ্ডে চাঞ্চল্যকর যুবদল কর্মী কুরবান আলী সোহেল (২৩) হত্যা মামলার এজাহাভুক্ত আসামী মোঃ জসিম (৩৫)কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।
র‍্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার আসামী জসিম উপজেলার কোট্টবাজার একটি জুতার ফ্যাক্টরী এলাকায় অবস্থান করছে। গতকাল বিকাল ৪টার সময় র‌্যাব উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।
মোঃ জসিম উপজেলার পশ্চিম মুরাদপুরের আব্দুল রহিমের পুত্র। উল্লেখ্য, গত ১৮ মে রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সীতাকুণ্ড বাজারে যাওয়ার পথে মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের দেলোয়ার হোসেন প্রকাশ দেলু সওদাগরের ছেলে সোহেলকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আসামী জসিমের বিরুদ্ধে থানায় ২টি মামলা রয়েছে বলে জানা যায়।
 র‌্যাব জানায়, এজাহারভুক্ত পলাতক আসামী জসিম গ্রেফতার এড়ানোর জন্য সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে সীতাকুণ্ডের একটি জুতার ফ্যাক্টরীতে চাকুরী নেয়। সে ফ্যাক্টারীর পাশেই বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। গ্রেফতারকৃত আসামীকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক।

আরও খবর

Sponsered content

Powered by