প্রতিনিধি ১০ আগস্ট ২০২২ , ৪:৪৯:১১ প্রিন্ট সংস্করণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে শতবর্ষীয় পুকুর ভরাট করার সময় হঠাৎ হানা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময পুকুর ভরাটের কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর, একটি স্টেপ পেলোডার ও তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন। মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১১ টায় উপজেলার পৌরসদরস্থ উত্তর বাজারের ভূঁইয়া টাওয়ার এলাকায় এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন বলেন, প্রায় পৌনে দুই একর আয়তনের শতবর্ষী একটি পুকুর ভরাট হচ্ছে জানতে পেরে রাত ১১টার দিকে আমি ও সহকারী কমিশনার ভূমিসহ সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানকালে পুকুরটি ভরাটের হাতেনাতে প্রমাণ পাই। অভিযানকালে আমাদের উপস্থিতি টের পেয়ে ভরাট কাজে জড়িতরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি এক্সেকাভেটর, একটি স্টেপ পেলোডার ও তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে । শুনানি শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল আলম, সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমুখ।