দেশজুড়ে

সীতাকুন্ডে ব্যক্তিগত উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

  প্রতিনিধি ৪ জুলাই ২০২১ , ৮:০০:১৯ প্রিন্ট সংস্করণ

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সেবায় ২৪ ঘন্টা বিনামূল্যে ব্যক্তিগত উদ্যােগে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া।

তিনি রবিবার বিকালে উপজেলার জোড়আমতল এলাকায় আমেরিকার থেকে ভিডিও কলের মাধ্যমে ফ্রি এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন। বর্তমানে সারাদেশের ন্যায় সীতাকুন্ড উপজেলায়ও মহামারী করোনা ভাইরাসে সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে।

এ অবস্থা বিবেচনা করে বাঁকের ভুঁইয়া উপজেলার গরীব অসহায় মানুষদের সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেন। সেবা পেতে কুমিরা ইউনিয়ন আ.লীগ নেতা সৈয়দ আবদুর মতিন, উপজেলা আ.লীগের সাবেক অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন এবং ভাটিয়ারী ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম এর সাথে যোগাযোগ করতে হবে।

ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন, কুমিরা ইউনিয়ন আ.লীগ নেতা সৈয়দ আবদুর মতিন, ভাটিয়ারী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলান, উপজেলা আ.লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস.এম ইউসুফ, আ.লীগ নেতা তারেক সিকদার, শামীম ইউছুপসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

আরও খবর

Sponsered content

Powered by