দেশজুড়ে

সীমান্তে গোলাগুলি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২২ , ৬:১৬:০৯ প্রিন্ট সংস্করণ

পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে মোনাজাত করছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা। ছবি : সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্কঃ

অচিরেই সীমান্তে গোলাগুলি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সকালে রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন,  ‘আরাকান আর্মি নামে একটি বিদ্রোহী গ্রুপ ও সরকারি বাহিনীর মধ্যে গোলাগুলি হচ্ছে। সেখান থেকে কিছু কিছু গোলা আমাদের এখানে এসে পড়ছে। সঙ্গে সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। সব পর্যায়ে কথাবার্তা হচ্ছে। আমি আশা করি শিগগিরই এ ধরনের গোলাগুলি বন্ধ হবে।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমারের আরাকান থেকে রোহিঙ্গা সম্প্রদায়কে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। আমাদের এখানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। আরও রোহিঙ্গা যাতে আসতে না পারে সে জন্য মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও শক্তিশালী করা হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এদিন বেলা সাড়ে ১১টায় মাদক ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও খবর

Sponsered content

Powered by