বাংলাদেশ

সীমান্তে হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা বিএনপির

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২১ , ৪:৪৬:৪৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে আগামী ২০ নভেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‌‘সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করবে বলে প্রতিবেশী দেশ বারবার প্রতিশ্রুতি দিয়েছে, পতাকা বৈঠক হচ্ছে। কিন্তু সীমান্তে নিষ্ঠুর হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। তাই সীমান্তে হত্যার প্রতিবাদে আগামী শনিবার বেলা ১১টায় বিএনপির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’

আরও খবর

Sponsered content