ঢাকা

‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’ গাজীপুর কালিয়াকৈর উপজেলা মৌচাক ইউনিয়নের কমিটি ঘোষণা

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ৩:৩৩:০৮ প্রিন্ট সংস্করণ

‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন' গাজীপুর কালিয়াকৈর উপজেলা মৌচাক ইউনিয়নের কমিটি ঘোষণা

স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’ এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির সভাপতি হয়েছেন সাজেদুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক হয়েছেন ললিত বিশাল সরকার।

গতকাল শুক্রবার বিকেলে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার অন্তর্ভুক্ত মৌচাক ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি- মাহামুদুল হাসান শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান,সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ কাউসার।

এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও গাজীপুর জেলা শাখার সভাপতি রফিক মাহমুদ, সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা সভাপতি মোজাফফর হোসেন, সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক রেদওয়ান ইসলাম হৃদয় ।

আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর কার্যনির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম সোহাগ, কালিয়াকৈর উপজেলার সহ-সভাপতি শাহরিয়ার বাপ্পী সজল সহ অন্যান্য স্বেচ্ছাসেবী বৃন্দ।

“সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও গাজীপুর জেলা শাখার সভাপতি রফিক মাহমুদ বলেন, প্রথমে ধন্যবাদ জানাই “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” প্রধান উপদেষ্টা, তরুনদের আইডল বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাসরাফি বিন মুর্তজা কে। বিশেষ ভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” চেয়ারম্যান যিনি গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খাঁন কামাল মহোদয়ের সুযোগ্য পুত্র শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি কে আরো কৃতজ্ঞতা স্বীকার করছি “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো: গোলাম মোস্তফা মজুমদার কে আমাদের উপর আস্থা রেখে গাজীপুর জেলার দায়িত্ব দেওয়ার জন্য।

আরও খবর

Sponsered content