প্রতিনিধি ১৭ জুন ২০২৪ , ৪:০৬:৫০ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় ইজিবাইকচালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (১৭ জুন) সকাল ৭টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের মেসার্স মমতাজ ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পৌর শহরের পূর্ব জগন্নাথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইজিবাইকচালক এনামুল হক (৪২) ও বিরামপুর উপজেলার দিওড় কুয়েতপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে ইজিবাইকযাত্রী বীর মুক্তিযোদ্ধা এ কে আজাদ (৭০)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, সকালে সেমাই কেনার জন্য ইজিবাইকে করে বিরামপুরে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধা এ কে আজাদ। পথে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি পিকআপ ভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে চালক এনামুলসহ গুরুতর আহত হন এ কে আজাদ। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।