চট্টগ্রাম

স্ত্রী খুনের দায়ে স্বামীর ফাঁসি

  প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৮:৩৯:৩১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

স্ত্রীকে খুন করে বাথরুমে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অপরাধে সাত বছর পর চট্টগ্রামে রিদোয়ানুল হক (৩০) নামের এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০হাজার টাকার অর্থদন্ডও দেয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামী মোঃ রিদোয়ান প্রকাশ সোহেল রানা কক্সবাজারের মহেশখালী উপজেলারর কালারমারছড়া উত্তর নলবিলা এলাকার মোক্তার আহাম্মদের ছেলে।

বুধবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সিরাজাম মুনীরা এ দন্ডাদেশ জারি করেন।
জানা গেছে, ২০১৬ সালের ১৫ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে নগরের চান্দগাঁও থানার পশ্চিম মোহরা প্রাথমিক বিদ্যালয়ের পিছনে মোহাম্মদ হোসেনের ভাড়া বাসার বাথরুমের দরজার লোহার ফ্রেমের সঙ্গে গলায় ওড়না দিয়ে অর্ধঝুলন্ত অবস্থায় নয় মাসের অন্তঃসত্তা শানু আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার ঠোঁটে রক্তাক্ত জখম ছিল। এ ঘটনায় শানু আক্তারের ভাই মো. ইসকান্দর বাদী হয়ে স্বামী মোঃ রিদয়োনুলকে একমাত্র আসামি করে নগরের চান্দগাঁও থানা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সিকদার ২০১৭ সালের ১২ ফেব্রæয়ারী আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ১৯ জুলাই আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। আদালতে মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি দীর্ঘতম বড়ুয়া দীঘু দন্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by