প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৭:১৭:২৩ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে নতুন আরো একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় ৩ জন করোনা রোগী শনাক্ত হলো। নতুন আক্রান্ত নারী উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জগন্নাথকাঠি বালিবাড়ী গ্রামের বাসিন্দা। সে ঢাকার একটি গার্মেন্টসে কর্মি হিসেবে কাজ করত। বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা শেষে তার দেহে কোভিড ১৯ পজেটিভ পাওয়া যায়। সে স্থানীয় প্রশাসন আক্রান্তের বাড়ি লকডাউন ঘোষনা করেছে ।
উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন গত বুধবার (১৩ মে) ওই পরিবারে সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার (১৮ মে) ওই হাসপাতাল থেকে ওই নারীর কোভিড ১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। তার দেহে করোনার উপসর্গ নেই বলে তিনি জানান। আক্রান্ত নারীকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য,গত ১৪ মে সোহাগদল ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এক ট্রাক ড্রাইভারের ও ১৬ মে একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এক নারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।