বরিশাল

স্বরূপকাঠিতে নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক সর্ম্পকিত পুলিশের মতবিনিময় সভা

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২১ , ২:৪৪:৪১ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের স্বরূপকাঠিতে থানা প্রশাসনের আয়োজনে নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক সম্পর্কিত বিষয়ে জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুধী সমাজের সাথে এক মতবিনিময় সভা এবং ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে।

মংগলবার বিকেলে নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে থানা চত্বরে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মো. মোশারেফ হোসেন, সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী মো. সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ। সভাশেষে পুলিশ সুপার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল, চাদর) বিতরণ করেন।