বরিশাল

স্বরূপকাঠিতে মে দিবসে কাজ করতে গিয়ে প্রান গেল রাজমিস্ত্রীর

  প্রতিনিধি ২ মে ২০২১ , ৭:৫৬:৩৭ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি:

মহান মে দিবসে পিরোজপুরের স্বরূপকাঠির ছারছিনা দরবার শরীফের নির্মানাধীন মিনারে কাজ করতে গিয়ে লিনচান (৩০) নামের এক রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ছারছিনা দরবার শরিফে ওই দুর্ঘটনা ঘটে। নিহত লিনচান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্ডীপুর গ্রামের ওয়াহিদ গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী নির্মান শ্রমিক নাইম জানান, লিনচান মিনারে কাজ করার এক পর্যায়ে ১৭০ ফুট উচু থেকে ১২০ ফুট নিচের ধাপে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। শ্রমিকরা তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকৎসক লিনচানকে মৃত ঘোষনা করেন।

জরুরী বিভাগের চিকিৎসক ডা.সামান্তা ইসলাম জানান, হাসপাতালে আনার আগে তার মুত্যু হয়েছে। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রবিবার ময়নাতদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।