রাজশাহী

স্বর্ণ পদকপ্রাপ্ত মৎস্যচাষি শফিকুল ইসলামকে এমপির শুভেচ্ছা

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২১ , ৭:০৬:১৯ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার কাহালুর বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারে স্বর্ণ পদক প্রাপ্ত বিশিষ্ট মৎস্যচাষি শফিকুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেন, কাহালুর বিবিরপুকুর শাহসুলতান মৎস্যচাষি মো. শফিকুল ইসলাম শুধু কাহালুর সুনাম অর্জন করেননি ববং তিনি বগুড়া জেলা তথা সারা বাংলাদেশের মধ্যে কাহালুর ভাবমুর্তি উজ্জ্বল করেছেন।

জাতীয় পুরস্কার দুইবার স্বর্ণ পদক এবং একবার রৌপ্য পদক পাওয়া এটা সহজ ব্যাপার নয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির আহবায়ক ও বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন আজাদ, বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদার পুটু, ইদ্রিস আলী, সৈয়দ খিজির হায়াত মুসা, গোলাম রব্বানী, আবু তালেব সাকি, মোহাম্মাদ আলী ভূইয়া, সাইফুল ইসলাম (সাঈফ) প্রমুখ।