প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৩ , ৪:০৮:০৮ প্রিন্ট সংস্করণ
ভারী বৃষ্টির দেখা নেই, গুড়ি গুড়ি বৃষ্টিতেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ যেনো ঘূর্ণিঝড় আসার খবরেই বিশাদগ্রস্থ নগরীর বোবা কান্না। নগরীতে জলাবদ্ধতা আর নদী তীরে সমুদ্রের ঢেউ-ই যেনো ফুলে-ফেঁপে তুলেছে নগরীকে। হামুনের প্রভাবে সমুদ্রে জোয়ারের উচ্চতা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ফুট বেশি বলে জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। চট্টগ্রাম মহানগর ও জেলার বাঁশখালী, আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া, সীতাকুন্ড, মিরসরাই, হাটহাজারি, রাউজান, রাঙ্গুনিয়ায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে নগরীর নিন্মাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সরকারী ছুটির দিন হলেও কাজের তাগিদে বের হওয়া জনগণকে গণপরিবহণে আটকে থেকে দুর্ভোগে পড়তে দেখা গেছে। কোথাও কোথাও সিএনজি অটোরিকশা পানিতে ডুবে গিয়ে বন্ধ হয়ে বিপাকে পড়তে হয়েছে যাত্রী সাধারণকে।
এদিকে সাগর উত্তাল থাকায় ও সতর্কতা সংকেতের কারণে বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার, লাইটারেজ জাহাজসহ অন্য ছোট নৌযানগুলোকে উপকূলবর্তী নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে।