ময়মনসিংহ

হযরত খাজা গরীবে নেওয়াজ মইনুদ্দিন চিশতিয়া (রঃ) স্মরণে পবিত্র ওরশ মোবারক

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:১৮:০৫ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহ জেলার গৌরীপুরে হযরত খাজা গরীবে নেওয়াজ মইনুদ্দিন চিশতিয়া ( রঃ) পীরে কামেল শাহ সুফি খন্দকার আব্দুল হামিদ চিশতী (রঃ) এর এর স্মরণে সুযোগ্য খলিফা খন্দকার ইসলাম উদ্দিন চিশতী (রঃ) ৩৯ তম পবিত্র ওরশ মোবারক বোকাইনগর ইউনিয়নের বাদেরা গ্রামে চিশতিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় ১২ ও ১৩ ফেব্রুয়ারি রবি ও সোমবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বাউল ও ভক্তিমুলক সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন বোকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে মধ্যরাতে প্রচন্ড শীতের ভীরে ছিল হাজারো দর্শকের উপস্থিতি। হৃদয় কারা জনপ্রিয় শিল্পী সামিয়া সরকার মনোহরভাবে সংগীত পরিবেশন করেন। দুই / তিনটি মঞ্চে চলে স্বনামধন্য বাউল শিল্পীবৃন্দদের সংগীত পরিবেশনা। ওরশ শরীফ উপলক্ষে চিশতি দরবার শরীফের চারপাশে বসেছে হরেকরকমের দোকান ও ফকির সাধুর কেরামতি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরিকতের ভক্ত ও আশেকানদের আগমন ঘটে।
সুপক রঞ্জন উকিল

আরও খবর

Sponsered content