প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:৪০:০৭ প্রিন্ট সংস্করণ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারীতে কয়েক জন দুর্বৃত্তের কিল-ঘুষিতে প্রাণ গেল মো. বখতিয়ার সিকদার (৪৯) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতার। নিহত বখতিয়ার সিকদার গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উক্ত ওয়ার্ডের ত্রাণ বিতরণ কমিটির সচিব বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ( ৬ মে) বিকাল ৫টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বোর্ড প্রাথমিক বিদ্যালয় সড়কে একা পেয়ে ত্রাণ নিয়ে পূর্বের কথাকাটাকাটির জের ধরে কয়েক জন দুর্বৃত্ত বখতিয়ার সিকদারকে কিল ঘুষি মারতে থাকে। এতে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাটির জের ধরে একই এলাকার যুবক রানা ও মুন্নাসহ আরও ২-৩ জনের কিল-ঘুষিতে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।