চট্টগ্রাম

হাটহাজারীতে এলাকাবাসীর উদ্যোগে সড়ক সংস্কার

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৪ , ৫:২৫:৫৫ প্রিন্ট সংস্করণ

হাটহাজারীতে এলাকাবাসীর উদ্যোগে সড়ক সংস্কার

হাটহাজারী উপজেলার মেখল আজিজিয়া মজিদিয়া সড়কের মেখল ও দেওয়াননগর অংশের বিভিন্ন স্থানে বন্যার পানির কারনে সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়ে যান চলাচল ব্যাহত হওয়ায় সড়কটি ব্যবহারকারী বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েন।

সড়কটি স্থানীয় সরকার বিভাগের হলেও বর্তমানে দেশের চলমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে তাকিয়ে না থেকে দেওয়াননগর ও মেখল আজিজিয়া মজিদিয়া সিএনজি চালিত অটোরিকশা চালক সমিতির সতেরো জন সদস্যের উদ্যোগে বিভিন্ন জনের সহযোগিতায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকা ব্যয়ে সড়কটি সংস্কার কাজ শুরু করা হয়।

সোমবার (০২ সেপ্টেম্বর ) বিকালের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকদের সহযোগিতা করে যাচ্ছেন দেওয়াননগর ও মেখল আজিজিয়া মজিদিয়া সিএনজি চালিত অটোরিকশা চালক সমিতির সদস্যরা। স্থানীয় সমাজসেবক মো.সৈয়দ প্রকাশ সৈয়দ মেম্বার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার আশরাফ উদ্দিন জীবন, মেখল ৯ নং ওয়ার্ড মেম্বার নেজাম উদ্দিন, মো.আবু শাহেদ শিবলুসহ স্থানীয়রা জানান, এলাকায় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উৎসবের আমেজে এসড়কটির সংস্কার কাজ চলছে। যে যেভাবে পেরেছে সেভাবেই কল্যাণমূলক এই কাজে অংশ নিয়েছেন। কেউ বালি, কেউ ইট আবার কেউ নগদ টাকা দিয়ে এ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। চালক সমিতির নেতা আবদুল মালেক সূমন, চলমান পরিস্থিতি সবকিছু সরকারের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না, আমাদের নিজেদেরও কিছু কাজ করে সরকারকে সহযোগিতা করা উচিৎ বলে মনে করে আমাদের সংগঠন সড়ক সংস্কারের উদ্যোগটি নিই।

এ কাজে অনেক প্রবাসী ভাই এবং স্থানীয় ও আশেপাশের এলাকার জনগণসহ পশ্চিম মেখল নজর মো. কাজীপাড়া প্রবাসী একতা কল্যান সমিতি, নগেন্দ্র নাথ মহাজন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচ, হাটহাজারী জে এস মোটরস, মেখল পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়, ব্যারিস্টার আশরাফ উদ্দিন জীবন, দেওয়ান নগর (মেখল) আজিজিয়া মজিদিয়া সিএনজি (ফোরষ্ট্রোক) অটোরিক্সা চালক সমবায় সমিতি, চট্টগ্রাম হাটহাজারী ফটিকছড়ি রাউজান অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন, ব্যাটারি চালিত অটোরিক্স সমিতি সহ প্রবাসী ও বিভিন্ন এলাকাবাসী সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, মেখলের ওই সড়কের চাহিদা সংশ্লিস্ট দপ্তরে পাঠানো হয়েছে। সামনে সড়ক উন্নয়ন কাজও শুরু হবে। তবে বর্তমানে এলাকার লোকজনের অসুবিধার কারণে আপাতত তারা নিজেরাই সড়কটি সংস্কার করছেন, এটা খুব ভালো কাজ । আমি তাদের সাধুবাদ জানাই। এটি অবশ্যই প্রশংসনীয় কাজ।

আরও খবর

Sponsered content