ভোরের দর্পণ ডেস্ক:

সরকারি তথ্যসেবা নম্বর ৩৩৩-এ কল করে নারায়ণগঞ্জের ফরিদ উদ্দিন নামে এক ব্যক্তি খাদ্য সহযোগিতা চেয়ে উল্টো শাস্তি পাওয়ার ঘটনায় জেলা প্রশাসক গঠিত তদন্ত কমিটিকে আরও সাত দিনের সময় দেওয়া হয়েছে।

গত রোববার গঠিত ওই কমিটির বুধবার প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে ওই দিন সরকারি ছুটি থাকায় এবং স্বল্প সময়ে তদন্ত শেষ না হওয়ায় কমিটিকে এই সময় দেওয়া হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

৩৩৩-এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া ফরিদ উদ্দিনের ঘটনায় বাস্তবে কী হয়েছিল এবং কারও দায়িত্বে গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসক টেলিফোনে সমকালকে বলেন, তদন্ত কমিটিকে প্রথমে তিন দিনের সময় দেওয়া হয়েছিল। তবে কমিটি বুধবার আরও সাত দিনের সময় চেয়ে মেইলে আবেদন করে। বৃহস্পতিবার কমিটিকে আরও সাত দিনের সময় দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের নাগবাড়ি এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব ফরিদ উদ্দিন গত মঙ্গলবার ৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা চান। তবে সহায়তা তো পাননি, উল্টো তার চারতলা ভবন আছে- এমন মিথ্যা তথ্যের ভিত্তিতে জরিমানা গুনতে হয়েছে তাকে। নারায়ণগঞ্জ সদরের ইউএনও আরিফা জহুরার নির্দেশে তাকে ১০০ জনের ত্রাণ বিতরণ করতে বাধ্য করা হয়। অথবা তাকে তিন মাসের জেল দেওয়ার ভয় দেখানো হয়। এমন পরিস্থিতিতে নিজের ও ভাইয়ের স্ত্রীর গয়না বন্ধক রেখে বিতরণের জন্য খাদ্যসামগ্রী কেনেন তিনি।