প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২২ , ৬:৩৭:২৮ প্রিন্ট সংস্করণ
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহযোগিতা চেয়েছেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে তিনি কল করে জানান, তাকে মারধর করা হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
৯৯৯ থেকে বিষয়টি ধানমন্ডি থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশের একটি দল মুরাদের বাসায় যায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন তিনি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।